ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিল-স্পেন ফাইনাল আজ

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ৭, ২০২১ ১২:১৩ অপরাহ্ণ । ৮৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল রানা, চট্টগ্রামঃ-

অলিম্পিকের ফুটবল ইভেন্টে নিজ নিজ যোগ্যতায় ইতোমধ্যেই ফাইনালের টিকেট নিশ্চিত করেছে সময়ের অন্যতম সেরা দুই দল ব্রাজিল এবং স্পেন। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে একে অপরের বিপক্ষে আজ মাঠে নামবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে।

সেমিফাইনালপর্বে ম্যাচে মেক্সিকোকে পেয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে নির্ধারণী সময়ের কোনো দলই গোল করতে পারেনি। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও ম্যাচটি গোলশূন্যতে ড্র হলে খেলা নিষ্পত্তি ঘটে টাইব্রেকারে। সেখানে ৪-১ ব্যবধানে জিতে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে সেলেকাওরা।

আরেক সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলতে নামে স্পেন। এ ম্যাচও শেষ হয়েছে গোলশূন্যতেই। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্প্যানিশরা। আর তাতেই নিশ্চিত হয়ে যায় ফাইনাল।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে পেরে উঠেনি অলিম্পিকের আয়োজক দেশ জাপান। ৩-১ ব্যবধানে ম্যাচটি জিতে ব্রোঞ্জ জিতেছে মেক্সিকানরা।