ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ দিনে ১৩ লাখ টাকা জরিমানা

Admin
আগস্ট ১১, ২০২১ ১২:২৫ অপরাহ্ণ । ৫৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

করোনার সংক্রমণ রোধে আরোপিত লকডাউনের সর্বশেষ ধাপে বিধিনিষেধ অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২ লাখ ৯১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত। গত ২৩ জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত ১৯ দিনে জেলার বিভিন্ন উপজেলায় এই সব ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এই সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলাশহরসহ নবীনগর, নাসিরনগর, কসবা, আখাউড়া, সরাইল, আশুগঞ্জ, বাঞ্চারামপুর ও বিজয়নগর উপজেলায় ৩৫টি মোবাইল কোর্ট ১৫৬০টি মামলা দায়ের করে। এ সমস্ত মামলায় ৪ হাজার ১৬১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাজা দেওয়া হয়।