আঃ রহিম ভোলা প্রতিনিধিঃ-
বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডের মিনারা বেগম (৩৫) মোঃ হুমায়ুন কবির (৪২)পিতা- মৃত জেবল হক উভয় ভাই – বোন মিলে কারনে অকারনে সুফিয়া খাতুনের (৬৫) উপর শারীরিক নির্যাতন করেন এমন অভিযোগ উঠেছে।
মোঃ শহিদুল (৫৫) জানান – হুমায়ুন ও মিনারা সম্পর্কে আমার ভাগিনা ও ভাগিনী আমার বোন সুফিয়া খাতুন তাদের সাথে থাকে। মিনারা ও হুমায়ুন কিছু থেকে কিছু হলেই আমার বোন সুফিয়া খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এর আগেও কয়েকবার তাকে মারধর করলে স্হানীয় পর্যায়ে বসে উভয়কে মিলমিশ করিয়ে দেই।
এইভাবে কয়েকমাস যাওয়ার পর আজ দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে আমি নামাজ শেষ করে বাড়িতে এসে বাসায় না ঢুকতেই আমার বোনের বাসা থেকে চিৎকার শুনা যায়, আমি চিৎকার শুনে বাসায় ঢুকে দেখি আমার বোন সুফিয়া খাতুন কাঁদতেছে, জিজ্ঞেস করলাম কি হয়েছে এ কথা না বলতেই মিনারা ও হুমায়ুন আমার উপর চরাও হয়ে গালমন্দ করেন এবং আমাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন বলে হুমকি দেয়।
আমি নিরুপায় হয়ে বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করি