ঢাকামঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলার ক্যান্সার আক্রান্ত ইয়াছিন বাঁচতে চায় , বিত্তবানদের সহযোগিতা কামনা

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ । ৪৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ খাইরুল ইসলাম (হৃদয়), ভোলা :-

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ৩৫ বছর বয়সী ইয়াছিন রোগ থেকে মুক্তির জন্য সহযোগিতা চান। ২ সন্তানের পিতা মোঃ ইয়াছিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের চেয়ারম্যান বাজারের পশ্চিম পাশে ২ নং ওয়ার্ডের বাসিন্দা , পিতা মৃতঃ আঃ মতলব। ইয়াছিনের দুটি মাত্র পুত্র সন্তান ১ম ছেলের নাম নাহিম ১০ বছর সেও প্রতিবন্ধী , ২য় ছেলের নাম নাহিম বয়স ৫ বছর ।

সংসার হতদরিদ্র হওয়ায় ইয়াছিন এক সময় রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন । কিন্তু গত সাত বছর ধরে তিনি অসুখে ভোগছেন , প্রথমে তিনি শারিরীক অসুস্থতা মনে করলে তার টিবি (যক্ষা) রোগ ধরা পড়ে, চিকিৎসার ৩ বছর পর কিছু দিন সুস্থ থাকলে আবার ডায়াবেটিস , পেটে , ফুসফুসে সমস্যা দেখা দেয় , ডাক্তারের শরণাপন্ন হলে রিপোর্ট দেখে ডাক্তার বলে ইয়াছিনের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত । দীর্ঘ সাত বছর যাবত রোগের সাথে লড়াই করে বেঁচে আছেন ইয়াছিন । স্ত্রী শাহনাজ বেগম বলেন তার স্বামী রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে বাঁচতে চান। বড় ছেলেটি প্রতিবন্ধী সহায় সম্বল কিছু নেই , নেই জমিজমা , স্বামীর চিকিৎসার পিছনে খরচ জোগাতে বসত ঘরটি একজনের কাছে বন্ধক রেখেছেন। এলাকার স্থানীয় লোকজন সাহায্য-সহযোগিতায় কোনভাবে চিকিৎসার ব্যয় বহন করছেন। স্থানীয়দের সহযোগিতা ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।’
আগে তার স্বামী অসুস্থ অবস্থায় ও মানুষের কাছে হাত পেতে যা টাকা পয়সা পেতেন তা দিয়ে পরিবারের মুখে দু’ বেলা খাবার জোঁটতো টুকিটাকি নিজের ঔষধ কিনতেন , এখন বিছানা শয্যায় হওয়া সেটা ও বন্ধ হয়ে গেছে । এখন তিনি নিরুপায় , কি করবেন , কোন কূল কিনারা খুঁজে পাচ্ছেন না ? স্বামী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তার উপর প্রতিবন্ধী সন্তান । ভয়াবহ এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা খরচ মিলাতে পারছে না। যার কারণে ইয়াছিনের স্ত্রী শাহনাজ বেগম স্বামীকে বাঁচাতে দেশের সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চান।
এ বিষয়ে হাসান নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মানিক হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিবন্ধী ছেলেটিকে একটি প্রতিবন্ধী কার্ড করে দিয়েছেন আর অসুস্থ ইয়াছিনকে সামান্য সহযোগীতা করেছেন ।
সাহায্য পাঠাবার ঠিকানাঃ ইয়াছিনের স্ত্রী , শাহনাজ বেগম, বিকাশ নংঃ ০১৭৬৮৭৮৯৬০১ ।