ভোলা সদরের দক্ষিণ দিঘলদীতে ভূমিখেকোদের তান্ডবলীলায় এক দিনমজুরের পরিবার পথে বসার উপক্রম হয়েছে।ওই পরিবারের ক্রয়কৃত একমাত্র জমিটুকুর দিকে নজর পড়েছে স্থানীয় প্রভাবশালীমহলের। সরেজমিন তথ্যানুসন্ধানকালে ভিক্টিম ও গ্রামের শ্রেনী-পেশার লোকজন জানান,কোড়ালিয়া গ্রামের বাসিন্দা দিনমজুর আবুল কাশেমের স্ত্রী মনোয়ারা বেগম ওরফে মনুহার ১৯৯২ সালের ১১ এপ্রিল একই এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের কাছ থেকে সেখানকার হর্নি নামক মৌজার এস.এ ১৯ নং খতিয়ানের ১৫২ নং দাগভূক্ত ২৮ শতাংশ জমি সাবকবলা রেজিস্ট্রি দলিলমূলে ক্রয় করেন। উক্ত দাতা মোস্তাফিজুর রহমান’র আকস্মিক মৃত্যর পর তার ,ভাই কাশেম ও সাদেক খাঁ এবং ছেলে তানশিন খাঁ সহ এলাকার একদল ভূমিদস্যু ওই জমি নিজেদের দাবী করে অসহায় পরিবারটির উপর নানাসময় জুলুমবাজীর স্টীমরোলার চালাতে থাকে। তারা দিনমজুরের সর্বশেষ সম্বল এই জমিটুকু নিজেদের দখলে নিতে প্রতিনিয়তই বিভিন্ন কায়দায় তাদের উপর অত্যাচার শুরু করেছে। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনের কাছে সমাধান চাইতে গেলে তিনি ভিক্টিমকে সহযোগীতা না করে পাল্টা ধমক দিয়ে বলেন,অভিযুক্তরা তার আপন মামা। এজন্য তার কিছুই করার নেই। তিনি বলেন,আমি যতদিন চেয়ারম্যান থাকবো ততোদিন আমার মামারা-ই এজমি ভোগদখলে থাকবে। এব্যাপারে অভিযুক্ত কাশেম ও সাদেক খাঁ’র সাথে যোগাযোগ করা হলে তারা ওই জমি নিজেদের বলে দাবী করেন। ইউপি চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনের সাথে কথা হলে তিনি এ এব্যাপারে কিছু জানেননা বলে দাবী করেন।