ভোলা দৌলতখান প্রতিনিধি :-
ভোলার দৌলতখানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোবারক আলী মুন্সি বাড়ি থেকে লিটন (৩২) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক নিহত লিটন ওই বাড়ির মো: শাহে আলমের ছেলে। পুলিশ সুরতহাল লিপিবদ্ধ করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী সালেহা বেগম জানান, তার স্বামী লিটন চট্টগ্রামে কাঠ শ্রমিকের কাজ করতেন। কিডনীর সমস্যায় আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য তিনদিন আগে বাড়ি এসেছিলেন। মেয়ের চিকিৎসায় ইতোমধ্যে ধারদেনা করে দেড় লাখ টাকা খরচ করেছেন। মেয়ের চিকিৎসার টাকা যোগাড়ে লিটন মানসিক চাপে ছিলেন। শুক্রবার রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। রাত দেড় টার দিকে ছেলে কেঁদে ওঠলে ঘুম ভেঙে যায়। উঠে আলো জালিয়ে দেখেন পাশে তার স্বামী নেই। পেছনের দরজা খোলা দেখে মেয়েকে নিয়ে ঘরের পেছনে যান। বাইরে গিয়ে দেখেন আম গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে তার স্বামী ঝুলে আছে। এ সময় জীবিত থাকার আশায় দ্রুত স্বামীকে উঁচু করে ধরে গলার ফাঁস খুলে দেন। কিন্তু ততক্ষণে তার স্বামীর দেহ নিথর হয়ে যায়। এ সময় তার ডাক চিৎকারে বাড়ির সবাই ছুটে আসে। নিহতের স্ত্রী সালেহা বেগম কাউকে না ডেকে নিহতের লাশ একাই নামানোর কারণে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা আত্মহত্যার বিষয়ে সন্দেহ পোষন করছেন।
দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে, এটা হত্যা না কি আত্মহত্যা।