ভোলা প্রতিনিধি :-
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার বাঘার হাওলা নামক এলাকায় গতকাল সোমবার জমিজমা বিরোধের জের ধরে দুর্বৃত্তরা দু’দফায় কুপিয়ে এবং পিটিয়ে আহত করেছে মা ও ছেলেকে।
আহত রিয়াজ ও তার মা হাসিনা বেগমকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা এলাকার ৫ নং ওয়ার্ড পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
গত ৮ আগস্ট মালেক পাটোয়ারী ও আব্দুর রাজ্জাক রিয়াজদের জমির আইল কেটে ফেলায় উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এতে নুর উদ্দিন আল মাসুদের (২৩) নেতৃত্বে আব্দুল মালেক (৬০) মোহাম্মদ হানিফ (৪০) সহ প্রথম দফায় ৭/৮ জনের একটি দুর্বৃত্ত দল রিয়াজ (২২) এবং তার মা হাসিনা বেগম (৪৫) ও মোঃ কামাল (৩৮) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
আহতরা ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পর গতকাল দুপুরে বাড়ি ফেরার সময় ভোলার নতুন বাজার আসলে বোরাক থেকে রিয়াজকে টানাহ্যাঁচড়া করে নামিয়ে নেওয়ার চেষ্টা চালায় ওই দুর্বৃত্তরা। ওই সময়ে রিয়াজের মায়ের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা চলে যায়।
দুর্বৃত্তরা পরে মহাজনের পুল এলাকায় বোরাকের গতিরোধ করে, মা ও ছেলেকে বেদম মারধর করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনা ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন কে জানালে, তিনি চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।