ঢাকাসোমবার , ২৫ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ভোলার বোরহানউদ্দিনে সেচ্ছাসেবক দলের উদ্যেগে এমপি হাফিজ ইব্রাহিমের সুস্থতায় দোয়া মিলাদ

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ২৫, ২০২১ ১২:০৩ পূর্বাহ্ণ । ৫০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আঃ রহিম, ভোলা প্রতিনিধি :-

ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য ও বি এন পির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াছ ভূইয়া।

রবিবার (২৪ অক্টোবর ) বাদ আসর নামাজের পর পক্ষিয়া-ইউনিয়নের মরহুম আনোয়ার হোসেন ভূইয়ার বাড়ীর দরজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়াও মিলাদ মাহফিলে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সুস্হতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াছ ভূইয়ার নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা বি, এন, পির, যুগ্ন সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান,সহ আরও উপস্থিত ছিলেন,পক্ষিয়া ইউনিয়নের বি এন পির সভাপতি সাবেক পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম,
বোরহানউদ্দিন উপজেলার বি,এন,পির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিম কাজী।

ভোলার বোরহানউদ্দিনে সেচ্ছাসেবক দলের উদ্যেগে এমপি হাফিজ ইব্রাহিমের সুস্থতায় দোয়া মিলাদ

বোরহানউদ্দিন উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি জসিম খান, বোরহানউদ্দিন পৌর বি,এন,পির সেচ্ছাসেবক দলের নেতা জাফর মৃধা, বোরহানউদ্দিন উপজেলার সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিক ইসলাম রুবেল, টিপু, জাকির ফরাজী, সামীম, পক্ষিয়া ইউনিয়নের যুবদলের সভাপতি জসিম মাতব্বর, সাধারণ সম্পাদক মোঃডাক্তার হুমায়ুন কবির।বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৭ অক্টোবর সকাল ১০ টার দিকে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম একটি বিশেষ সভায় যোগদানের উদ্দেশ্য গেলে- গাড়ি থেকে নামার সময় দূর্ঘটনা বশতঃ হাটুতে জখমপ্রাপ্ত হোন! ঢাকা বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে ডাক্তার তাকে বাসায় পাঠিয়ে দেন এবং কয়েকদিন বিশ্রামে থাকার জন্য বলেন।

বোরহানউদ্দিন পৌর বি,এন,পির সভাপতি এবং সাবেক মেয়র মিলন মিয়া জানান –

বর্তমানে তিনি বাসায় আছেন এবং আগের চেয়ে অনেক ভালো আছেন। বোরহানউদ্দিন ও দৌলতখানের সকল শ্রেণির মানুষের কাছে দোয়া চেয়েছেন।