ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ভোলার বোরহানউদ্দিন পদ্মামনসা আবাসন প্রকল্পে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক মহড়া

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৭:২৩ অপরাহ্ণ । ৪৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা, বোরহানউদ্দিন প্রতিনিধি :-

অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে সারা দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

যার ধারাবাহিকতায় ২৭ সেপেটম্বর সোমবার বিকাল ০৪ ঘটিকার সময়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের আবাসন প্রকল্পে ভোলা জেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।ফায়ার সার্ভিসের ২ টি গাড়ি নিয়ে অগ্নিনির্বাপণের এই মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস কর্মিরা।উপস্থিত এলাকা বাসিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে আগুন নেভাতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণ দেন,পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মিরা তাদের জনসেবামূলক কর্মকাণ্ডের অগ্নি-দুর্ঘটনা মোকাবেলায়,ভূমিকম্প,ও বজ্রপাত থেকে নিরাপদ থাকতে করণীয় বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন।
এসময়, ভোলাজেলার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক,মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ রুহুল আমিনসহ বোরহানউদ্দিন উপজেলার ফায়ার সার্ভিসের সদস্য মোঃ টিপুস এবং বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।