ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলার মনপুরায় যুবলীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির অবস্থান কর্মসূচী পন্ডের অভিযোগ। আহত ২৫

মোঃ শাহীন কাদের, ভোলা |
এপ্রিল ৯, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ । ৩০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহীন কাদের, ভোলা |

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১২ টায় দিকে মনপুরা উপজেলা বিএনপি’র অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করতে আসা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন

ভোলার জেলার মনপুরা উপজেলায় দায়িত্বে অবস্থান কর্মসূচি পালনের জন্য মনপুরা উপজেলায় যান।

তিনি মনপুরা উপজেলায় আসবে শুনে বিএনপির নেতাকর্মী একত্রিত হতে থাকে।
পৌঁছার সাথে সাথে হাজার হাজার নেতাকর্মী রা উপস্থিত হন এই কেন্দ্রীয় নেতার সাথে অবস্থান কর্মসূচি পালন করতে।

এই সময় যুবলীগ-ছাত্রীগের নেতা-কর্মীরা লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে। পরে কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন চলে যাওয়ার পথে ফের হামলা চালিয়ে ২৫ নেতা-কর্মীকে আহত করে।

এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়া ভোলা প্রেরণ করা হয়েছে বলে জানান। উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লা।

আহতরা হলেন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছালাউদ্দিন প্রিন্স, ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মেম্বার, যুবদলের সদস্য সচিব আবদুর রহিম, স্বেচ্ছাসেবকদলের নেতা সেলিম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মিজান, যুবদল নেতা মহিউদ্দিন, ওবায়দুল, বাহার, নুরনবী, ইলিয়াস, স্বেচ্ছাসেবক দলের তুহিন, ছাত্রদলের শুভ ফরাজীর নাম পাওয়া যায়। এদের মধ্যে গুরুত্বর আহতদের হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে এই ঘটনার সাথে আওয়ামীলীগসহ যুবলীগ-ছাত্রলীগ জড়িত নয় বলে দাবী করে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, এ ব্যাপারে মনপুরা থানার দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) লুৎফুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির মধ্যে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। তবে এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি।