আঃ রহিম, ভোলা প্রতিনিধিঃ-
ভয়াল ১২ নভেম্বর উপকূলবাসীর কাছে এক ভয়াবহ কালরাত হিসেবে বিবেচিত। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে।
নিহতদের স্মরণ, উপকূলের সমস্যা, সংকট, সম্ভাবনা এবং উপকূলের মানুষের ন্যায্যতার দাবীতে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছে উপকূল ফাউন্ডেশন ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিট।
শুক্রবার (১২ই নভেম্বর) দুপুরে ইউনিটের সভাপতি মুজাহিদ মহাজন, সাধারণ সম্পাদক ইকরাম মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহমেদ হাওলাদার, প্রচার সম্পাদক রাহাদ চৌধুরীসহ ইউনিটের প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী অংশ নেয়। মেঘনা নদীর কোলে নৌকায় চড়ে উপকূলের বিভিন্ন রুপ তুলে ধরেন স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে উপকূল ফাউন্ডেশন “উপকূল দিবস” ও “বিশ্ব উপকূল দিবস” দাবিতে কর্মসূচি পালন করে আসছে।