‘দুর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জেলায় আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে মিলিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে ভোলা ফায়ার সার্ভিস ইউনিটের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
র্যালী ও মহড়া শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকারের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন, ভোলা ফায়ার সার্ভিস বিভাগের উপ পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা ঘূণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ পরিচালক আব্দুর রশিদ, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিনসহ প্রমূখ।