মোঃ খাইরুল ইসলাম (হৃদয়), ভোলা :-
ভোলায় ভুল পোস্টার ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেম্বার পদপ্রার্থী।
আগামী ১১ নভেম্বর ভোলার দৌলতখান উপজেলার ১ নম্বর মদনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে প্রচার-প্রচারণায় ভুল পোস্টার ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. বশির।
সোমবার (১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে ওই ইউনিয়নসহ জেলার বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা শুরু হয়।
মেম্বর পদপ্রার্থী মো.বশির জানান,
তিনি এবার মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। কিন্তু যেখানে পোস্টার ছাপানো হয়েছে সেখানে “মোরগের”ছবি দিলেও ভুলে “ফুটবল” লেখা ছাপিয়ে দেয়।
তবে তিনি এই ভুল পোস্টার কোথাও লাগাননি বা বিতরণ ও করেননি বলে ও জানান।
মুঠোফোনে এ বিষয়ে তিনি আরো জানান,
তার প্রতিপক্ষ যেকোনো একটি মাধ্যম থেকে উক্ত ভাইরাল পোস্টারটি সংগ্রহ করে,পরে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে,যা নিয়ে রীতিমতো তোলপাড় সৃস্টি হয়েছে।