ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনর কম্বল বিতরণ

এইচ আর সুমন |
জানুয়ারি ৪, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ । ৩৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচ আর সুমন |

ভোলায় এসএসটিএস কুয়েতের সহযোগিতায় দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ভোলার দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। বুধবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬৪নং মধ্য ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ২০০ জন অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান মাহমুদ মঞ্জিল,আশরাফুল হক সোহেল,দুলাল, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও দৈনিক বাংলার কন্ঠের স্টাফ রিপোর্টার এইচ আর সুমন, ভোলা জেলা ফুটবলের কোচ বেনু পাল,ধনিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার কামরুল ইসলাম প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান মাহমুদ মঞ্জিল বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। আমরা আপনাদের পাশে আছি সবসময় আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।