ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় জাল টাকার নোটসহ দুই জনকে আটক করেছে র‌্যাব

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ১১, ২০২১ ১০:৪২ অপরাহ্ণ । ৬৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, ভোলা :-

ভোলায় ৫০ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ১২টা থেকে রাত ১টা পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন এর আলীগাঁও এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে আটক দুজন হলো- ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের এর বাগারহাওলা এলাকার মৃত আব্দুল খালেক এর ছেলে মোঃ দুলাল(৩০) ও চরফ্যশন উপজেলার আসলামপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের আলীগাঁও এলাকার মৃত আবুল বাশার এর ছেলে হেলাল তালুকদার(৩৫)। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাজিব ফরহান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি টিম ভোলা চরফ্যাশন উপজেলার আসলাম ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অবশেষে রাত ১টার দিকে আলীগাঁও গ্রাম থেকে তাদেরকে জাল টাকার নোটসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ৪০টি ও ৫শ’ টাকার ২০টি জাল নোট এবং দেহ তল্লাশি করে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।