আব্দুস সহিদ তালুকদার |
ভোলায় যোগদান করেছেন ভোলা সদর উপজেলা নতুন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল হামিদ। তিনি মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে যোগদান করেন। সদ্য যোগদানকৃত এ শিক্ষা অফিসারকে বিভিন্ন সংঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ উপলক্ষে বিকাল ৪টায় ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের পক্ষ থেকে নবাগত শিক্ষা অফিসারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল লতিফ’ব সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সিরাজুল ইসলাম শাওন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক ও দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হারুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম, পাঙ্গাশিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আমির হোসেন, পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাছির মাঝি দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরী, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সহিদ তালুকদার। এসময় ভোলা সদর উপজেলার বিভিন্ন মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
এছাড়া নতুন শিক্ষা অফিসারকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন (বিটিএ) ভোলা জেলা শাখা। এ সময় ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, বর্তমান প্রধান শিক্ষক ফারজানা আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।