স্টাফ রিপোর্টার |
নানা কর্মসূচীর মধ্য দিয়ে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মোশারেফ হোসেন শাহাজানের ১১তম মৃত্যুবার্ষিকী ভোলায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ভোলা জেলা বিএনপি’র আয়োজনে প্রতিবছরের ন্যায় দোয়া ও মিলাদ মাহফিল, এবং শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচী পালন হয়।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা বিএনপি’র পক্ষ থেকে শুক্রবার সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় কোরআন খতম,ও
মরহুম মোশারফ হোসেনের শাহজাহানের কবর জিয়ারত করা হয়। এরপর ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে নবীভবনে মোশারফ হোসেন শাজাহানের স্মৃতিচারণে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে মোশারফ হোসেন শাজাহানের স্মৃতিচারণে
সভার সঞ্চালনা করেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।এছাড়া বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, বিশিষ্ট সমাজসেবক ভোলা খলিফা পট্টি ফেরদাসিয়া হাফিজিয়া জামে মসজিদের সভাপতি মিয়া মোঃ ইউনুস, ভোলা জেলা জাতীয় পার্টি বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন,জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোবহান,সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক,
ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান শরীফ, ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব মোশারফ হোসেন শাহজাহানের ছেলে আসিফ আলতাফ, , পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলীসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি’, পৌর বিএনপি, এবং শ্রমিক দল কৃষকদল, স্বেচ্ছাসেবক দল,যুবদল, ছাত্রদল,মৎস্যজীবী দল,তাঁতীদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভোলা খলিফা পট্টি ফেরদাউসিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ মজির উদ্দিন। দোয়া মাহফিল শেষে মরহুম মোশারেফ হোসেন শাজাহানের রুহের মাগফেরাত কামনা ও তার পরিবারবর্গের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও পরিবারের পক্ষ থেকে ভোলার বিভিন্ন মসজিদে মরহূম মোশারফ হোসেন শাহজাহানের রূহের মাগফেরাত কামনায় দোয়া ওমোনাজাত করানো হয়।
উল্লেখ্য, মোশারফ হোসেন শাজাহান ২০১২ সালের ৫ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, ২ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।