হাসনাইন আহাম্মেদ, স্টাফ রিপোর্টার |
ভোলায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ইফতার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল স্বাধীন যুব উন্নয়ন সংস্থার কার্যালয়ে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামিয়া দারুল উলুম কেরাতুল কোরআন ও এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার মূফতি মোঃ এমদাদুল্লাহ হোসেন,এইচ এম হাবিবুল্লাহ দোয়া পরিচালনা করেন।মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
স্বাধীন যুব উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম বলেন, এটা একটি সংস্থায়ী নয় এটা সামাজিক সংগঠনের মত কাজ করে যে কোন অসহায় দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় সব সময় এবং আমি চাই আমার এই প্রতিষ্ঠান যে কাজ আছে আমি সবসময় মানুষের পাশে দাঁড়াবো আমার জন্য সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, স্বাধীন যুব উন্নয়ন সংস্থা বিগত কয়েক বছর যাবৎ সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।