ঢাকাবুধবার , ৩ নভেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় সড়ক দুর্ঘটনায় ১ বৃদ্ধের মৃত্যু, গুরুতর আহত মোটরসাইকেল ড্রাইভার আরোহী

দৈনিক বাংলাদেশ জনপদ
নভেম্বর ৩, ২০২১ ১১:৪৩ অপরাহ্ণ । ৫২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আঃ রহিম, ভোলা প্রতিনিধি :-

ভোলায় সড়ক দুর্ঘটনায় নজির আহম্মেদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে ভোলা-বরিশাল মহাসড়কের বান্দের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে এগারোটার দিকে বরিশাল বাকেরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে এক যুবক ভোলায় আসছিলেন। মোটরসাইকেলটি ভোলা-বরিশাল মহাসড়কের বান্দের পাড় এলাকায় পৌঁছালে রাস্তা পারাপার হতে গিয়ে বৃদ্ধ নজির আহম্মেদ মোটরসাইকেলটির সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে লুটে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নজির আহমেদ ও মোটরসাইকেল আরোহীকে স্পিডবোট যোগে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্পিডবোটে নজির আহমেদের মৃত্যু হয়। আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে ভর্তি করা হয় হাসপাতালটিতে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, মৃত্যু নজির আহমেদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নজির আহমেদের মরদেহ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং মোটরসাইকেলটি স্থানীয় ফারুক মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।