আঃ রহিম, ভোলা :-
অদ্য ০১-১০-২০২১ তারিখ ১৫:৪৫ ঘটিকায় সময় এসআই (নিঃ) মোঃ আবুল হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান ডিউটিকালে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভা নতুন বাজার নিরালা আবাসিক বোডিং এর ২য় তলায় ০৪নং রুমের মধ্যে হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ বিল্লাল হোসেন (৩০),পিতা-আজম বাউলী, সাং-টুমচর, ০৩নং ওয়ার্ড, ভেলুমিয়া ইউপি, থানা ও জেলা- ভোলা এর নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ৩০(ত্রিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।