ভোলা প্রতিনিধি ঃ-
করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ৭ই আগষ্ট ৬৮ ইউনিয়ন ও তিনটি পৌরসভায় মোট ৪৬ হাজার ২শ মানুষ কে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ভোলার সিভিলসার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান।বৃহস্পতিবার বিকালে ভোলা সদর হাসপাতালের হল রুমে প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেন ভোলার নবাগত সিভিলসার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান।তিনি বলেন ৭ই আগষ্ট সকাল ৯টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এক ইউপিতে একটি কেন্দ্রে তিনটি বুট করে এক বুটে ২শ করে এক ইউপিতে ৬শ এই নিয়মে ভোলা সদর পৌরসভা, লালমোহন ও চরফ্যাশন পৌরসভাসহ মোট ৪৬ হাজার ২শ মানুষ কে টিকা দেওয়া হবে।এই সময় তিনি আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কে ১৪ দিন বাসায় রাখা নিশ্চিত করতে হবে পাশাপাশি মাস্ক পরা নিশ্চিত করতে হবে, মাস্ক আমাদের বড় ভেকসিন বলে ও জানান তিনি।