এ.সি.ডি.অর্জুন, ভোলা |
আসন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খতমে কুরআন,আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে ভোলা ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার(২৩ মার্চ) দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। ভোলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজ আমরা এখানে দ্বারিয়ে কথা বলতে পারছি। তাই মহান স্বাধীনতা দিবসে আমরা জাতির পিতার জন্য দোয়া করবো এবং তার রুহের মাগফেরাত কামনা করবো। তিনি বলেন, আমাদের সকলকে এখন অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করতে হবে এবং দেশকে শক্তিশালী করতে হবে”। ভোলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খতমে অধ্যক্ষ মিজানুর রহমান সহ ভোলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় শতাধিক নারীপুরুষ অতিথি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।