এ.সি.ডি.অর্জুন ।
আসন্ন মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে ভোলার স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ বীর মুক্তি যোদ্ধাদের নিয়ে আয়োজন করে সময়োপযোগী ও ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান “এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি”। বুধবার(১৫ মার্চ) সকাল প্রায় ১০ টায় অনুষ্ঠিত আয়োজনে মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শিক্ষার্থীদেরকে শুনান ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম সহ ভোলার কয়েকজন জীবীত বীর মুক্তিযোদ্ধা। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলটির প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের গল্প শুনে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মহান স্বাধীনতা যুদ্ধের কাহিনী শোনার আগ্রহ লক্ষ করা যায়। প্রায় ২ ঘন্টা ব্যাপী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক থানা কমান্ডার মোঃ ওহিদুর রহমান, স্কুলটির সহকারি প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ চন্দন,মোঃ হাবীবুর রহমান, আব্দুল মান্নান, সিদ্দিকুর রহমান,নুরুল ইসলাম ও আবু হোসেন। গৌতম কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের পূর্বে জাতির এই বীর সন্তানদের ফুল দিয়ে বরন করে নেয় ভোলা কালোক্টরেট স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ।