এম এ অন্তর হাওলাদার|
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ৮ম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন চীপ ইনস্ট্রাক্টর মীর মঞ্জুর মোর্শেদ।
গত ৩১ শে অক্টোবর রোজ সোমবার বিদায়ী অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ুন কবির খান অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই দায়িত্ব বুজিয়ে দেন। তিনি ২০০৭ সাল থেকে প্রায় দেড় যুগ এই ইনস্টিটিউট দায়িত্ব পালন করছেন। তার অক্লান্ত পরিশ্রমে পড়া লেখার মান বৃদ্ধি পেয়েছে। জুনিয়র ইনস্ট্রাক্টর( টেক আর এসি) মোঃ নাসির আহমেদ বলেন, স্যার অনেক ভালো মনের মানুষ। সে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়াতে আমরা সবাই মহা খুশি। আমরা তার কর্মজীবন আর উন্নত হউক সুন্দর হউক তাই কামনা করছি। তার গ্রামের বাড়ি বরিশাল সিটি করর্পোরেসনের ২৯ নং ওয়ার্ডে। সে ১৯৯০ সালে কাশিপুর হাইস্কুল এন্ড কলেজ থেকে এস এস সি, এইচ এস সি এবং বরিশাল বিএম কলেজ থেকে অনার্স,মাস্টার্স সম্পূর্ন করেন । তিনি বর্তমানে তিন সন্তানের জনক, স্ত্রী গৃহিনী।
নবাগত অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ বলেন, আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগীতায় আমার উপর অর্পিত দায়িত্ব সুন্দর ভাবে পালন করতে পারি দোয়া চাই।