ভোলা প্রতিনিধি :-
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান বেপারী (৬০) আজ দুপুর আনুমানিক তিনটায় ঢাকা মীরপুর হার্ট ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন।
তিনি স্ত্রী ও পাঁচ ছেলে চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আগামীকাল সকাল ১০ টায় ইলিশা নিজা মউদ্দিন স্কুল মাঠে প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা ১১ টায় শান্তিরহাট হাই স্কুল মাঠে শেষ করে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানিয়েছে তার নিকটবর্তী আত্মীয় হাফেজ ইব্রাহীম।
শাহজাহান বেপারীর মৃত্যুতে সাবেক মন্ত্রী ও বর্তমান ভোলা সদর আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদ, জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মমিন টুলু,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, ভোলা পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া, আওয়ামীলীগের সহ সভাপতি হোসেন মিয়া, ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সুমন, সহ-সভাপতি কবির হোসেন ফারুক, সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনীতিক ব্যক্তিবর্গরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।