আঃ রহিম, ভোলা প্রতিনিধিঃ–
রবিবার (০৭ নবেম্বর ) ১১.৩০টার দিকে উপজেলার পূর্ব ইলিশা ২নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদ্রাসার হাট এলাকায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মোঃ হোসেন জমাদার (৬০) বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ মোঃ হোসেন জমাদার ওই ওয়ার্ডের মৃত আলম জমাদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল ১১টার সময় মোঃ হোসেন জমাদার গাছ থেকে নারকেল পারার জন্য ঘর থেকে বের হয়। গাছের সাথে পল্লী বিদ্যুৎ এর মূল লাইনের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।