আমির হামজা, ভোলা :-
ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক বরাদ্দ পেয়ে ইউিনিয়ন পরিষদের প্রার্থীরা লঞ্চ যোগে ঢাকা থেকে ফেরার পর এমপি, মেয়র ও নৌকা প্রতিকের প্রার্থীদের নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন পৌরসভা লঞ্চঘাটে সম্মিলিত নাগরিক সমাজ ওই সংবর্ধনার আয়োজন করে। বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার মানুষ ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা-২ বোরহানউদ্দিন-দৌলতখান আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। ওই সময় তিনি বলেন, উন্নয়নের প্রতিক নৌকা। চলমান উন্নয়ন বেগমান রাখতে হলে সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে।
আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম।

উল্লেখ্য উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে বড়মানিকা ইউনিয়নে জসিমউদ্দিন হায়দার, কুতুবা ইউনিয়নে নাজমুল আহসান জোবায়েদ, পক্ষিয়া ইউনিয়নে নাগর হাওলাদার, টবগী ইউনিয়নে কামরুল আহসান চৌধুরী, দেউলা ইউনিয়নে জাকির হোসেন শাহাজাদা তালুকদার, কাচিয়া ইউনিয়নে আ. রব কাজী ও হাসাননগর ইউনিয়নে আবেদ চৌধুরী নৌকা প্রতিক বরাদ্দ পেয়েছেন। এছাড়া গঙ্গাপুর ও সাঁচড়া ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচনে নৌকার প্রার্থীরা বিজয়ী হন।