আঃ রহিম, ভোলা প্রতিনিধিঃ-
ভোলা বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে- হারুন মিয়ার বাড়ির -জাহাঙ্গীর, স্ত্রী রিংকু । কালির হাট ০৬ নং ওয়ার্ড।
আজ ২৫ শে অক্টোবর রোজ সোমবার আনুমানিক ১১.৩০ ঘটিকার সময়, তার দ্বিতীয় স্ত্রী রিংকুর ঘরের পিছনে সুপারি গাছের বাগানে, একরি টং এর কাছেই জাহাঙ্গীর এর লাশটি পায়, এবং জাহাঙ্গীর এর আগের ঘরের ছেলে মোঃ রুবেল এর অভিযোগ তার পিতার মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু নয়, কিন্তু তাদের পার্শ্ববতী সফু ডুবাইসহ অন্যান্যরা বলে জাহাঙ্গীরের মৃত্যু কারেন্ট এর আঘাতে হতে পারে। স্হানীয়রা এমন অভিযোগ করেন। ঘটনাস্হলে পুলিশ গিয়ে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যান। জাহাঙ্গীরের মৃত্যু নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ বিরাজ ওমান।
তবে জাহাঙ্গীরের ছেলের দাবী তার বাবার মৃত্যু স্বাভাবিক নয় — এমন অভিযোগ করেন।