ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতা

এ.সি.ডি.অর্জুন ।
মার্চ ১৬, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ । ৪২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ.সি.ডি.অর্জুন ।

প্রতিবছরের ন্যায় এবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ভোলা শিল্পকলা একাডেমী আয়োজন করে বিভিন্ন শিল্প সাংস্কৃতিক প্রতিযোগিতা। বুধবার(১৫ মার্চ) শিল্পকলা একাডেমী ঘুরে দেখা যায় বিভিন্ন স্কুলের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা চিত্রাংকণ প্রতিযোগীতায় বঙ্গবন্ধুর ছবি আঁকছে এবং অন্যদিকে আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক বৃন্দ বিভিন্ন শিক্ষার্থীদের আবৃত্তি শুনছে। সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রতিযোগিতা সম্পর্কে ভোলা জেলা কালচারাল অফিসার তানভির রহমান বলেন, “একটি দেশের সংস্কৃতির ওপর নির্ভর করে সে দেশের ভাবমূর্তি। তাই প্রতিটি জাতীয় দিবসের মতো ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা চিত্রাংকণ ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছি।  তিনি ববলেন,এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি জানতে পারবে এবং জাতির পিতার আদর্শকে বুকে ধারন করতে পারবে”। এ সময় প্রতিযোগীদের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রেহানা ফেদৌস,শরমিন শ্যামলি,মশিউর রহমান পিংকু ও জয়বাংলা সাহা। উল্লেখ্য প্রতিটি প্রতিযোগীতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে ১৭ মার্চ অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরুস্কার তুলে দিবেন ভোলার জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ তৌফিক-ই লাহী চৌধুরী।