এ.সি.ডি.অর্জুন |
শুদ্ধ সুর ও বানী অবলম্বনে ভোলা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হলো নজরুলসংগীত কর্মশালা ও প্রতিযোগিতা। ১৭ ও ১৮ মার্চ( শুক্র ও শনিবার) দুই দিন ব্যাপী চলা কর্মশালায় ভোলা জেলার প্রায় ২ শতাধিক সংগীত শিল্পী ও শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা(বিএনএসএস) আয়োজিত কর্মশালায় নজরুল সংগীতের শুদ্ধ সুর ও বানীর ওপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা থেকে আগত বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার প্রখ্যাত নজরুল সংগীত গুরু সুমন মজুমদার ও রেজাউল করিম এবং তবলায় ছিলেন ভোলা জেলার প্রখ্যাত সংগীত গুরু প্রদীপ রায় ও ভাস্কর মজুমদার। দুদিনের নজরুল সংগীত কর্মশালার সমাপনী দিনের (১৮ মার্চ) শেষ পর্বে প্রশিক্ষনার্থী ও শিল্পীদের মধ্যে সংগীত প্রতিযোগীতার আয়োজন করেন আগত প্রশিক্ষক বৃন্দ। প্রানবন্ত প্রতিযোগিতায় ৮ -১৭ বছর বয়সী প্রশিক্ষনার্থী ও তদুর্ধ শিল্পীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের হাতে বিশেষ পুরুস্কার ও দুদিনের কর্মশালায় অংশগ্রহণকারী সকলের হাতে সনদ তুলে দেন আগত প্রশিক্ষকদ্বয়। এ সময় অন্যান্যের মধ্যে ভোলা জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার তানভির রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।