এ.সি.ডি.অর্জুন, ভোলা |
“মানসম্মত শিক্ষা,স্মার্ট বাংলাদেশেের দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রথমিক স্তরের শিক্ষার্থীদেরকে প্রযুক্তিগত ভাবে দক্ষ করে তোলার জন্য সরকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ কম্পিউটা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে পিইডিপি-৪ এর আওতায় সোমবার(৩ এপ্রিল) ভোলা সদর উপজেলার ১৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন অনুষ্ঠান হয়। ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ। ভোলা সদর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা এজাজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে আমাদের আগামী প্রজন্মকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। তাই আজ অন্যান্য জেলার মতো ভোলা সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে একটি করে ল্যাপটপ তুলে দেয়া হলো। বর্ষীয়ান এই নেতা উপস্থিত সকল স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতি গঠনের কারিগর। তাই আপনারাই পারেন প্রতিটি শিক্ষার্থীকে কম্পিউটার সম্পর্কে বেসিক ধারনা দিয়ে তাদেরকে স্মার্ট করে তুলতে”। ভোলা সদর উপজেলা কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতরন কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুছ ও ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা রেডক্রিসেন্ট মোসাইটির সাধারন সম্পাদক মোঃ আজিজুল ইসলাম এবং স্বাগত বত্তব্য প্রদান করেন ভোলা সদর উপজেলার নবাগত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। সকাল ১১ টায় অনুষ্ঠিত ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার ও আবু তাহের সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ দিকে নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ সাহিদা আক্তার (সুমনা) সহ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দিয়ে বিতরন কার্যক্রম শুরু করেন অতিথি বৃন্দ এবং বাকী সকল প্রধান শিক্ষকদের মধ্যে পর্যায়ক্রমে ১ টি করে ল্যাপটপ তুলে দেয়া হয়। উল্লেখ্য গত ২৩ মার্চ থেকে আজ পর্যন্ত সরকার ৪১ হাজার ল্যাপটপ কম্পিউটার বিতরন বিতরন করলো প্রাথমিক বিদ্যালয়ে।