ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলা সরকারি কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মেসকাত আহমেদ, (কলেজ প্রতিনিধি) |
মার্চ ২, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ । ২৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেসকাত আহমেদ, (কলেজ প্রতিনিধি) |

বর্ণিল আয়োজনে ভোলা সরকারি কলেজে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা মার্চ) কলেজ প্রশাসনের আয়োজনে নিজেস্ব মাঠ প্রাঙ্গণে দুটি পর্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সকাল ১০টায় জতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ গোলাম কিবরিয়া।
বিকালে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ,বি,এম মজিবুর রহমান এবং বাংলা বিভাগের প্রভাষক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় ও ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, প্রফেসর মুহাম্মদ রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ নাছির উদ্দিন, প্রফেসর পারভীন আকতার, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর, ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্ল্যাহ, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ টি এম রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর অমিত পার্থ দাশ, দর্শন বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ ইকবাল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্ল্যাহ, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক বিধান কৃষ্ণ দাশ সহ ভোলা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

error: Content is protected !!