ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ভোলা সরকারী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ৭, ২০২১ ১০:০১ অপরাহ্ণ । ৬৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি :-

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর নিঃশর্ত মুক্তির দাবীতে ভোলা সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি ভোলা শহরের বরিশাল দালান হতে শুরু হয়ে শহর প্রদিক্ষন করে ভোলা জেলা বিএনপি অফিসে এসে শেষ হয়।
এ সময়ে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা সরকারী কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ জানে আলম আকাশ, যুগ্ম আহবায়ক আরাফাত ইসলাম, সদস্য আব্বাস উদ্দিন তানজিল। ছাত্রদল নেতা, মোঃ তালহা জুবায়ের, ইমদাদ হোসেন পিয়াল, মোঃ নয়ন, মোঃ সবুজ, সিয়াম ও ইমন প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি ভোলা শহরের বরিশাল দালান হতে শুরু হয়ে শহর প্রদিক্ষন করে ভোলা জেলা বিএনপি অফিসে এসে শেষ হয়।
ভোলা সরকারী কলেজ ছাত্রদলের নেতারা জানায়, সাইফ মাহমুদ জুয়েল একজন কর্মীবান্ধব নেতা ছিলেন। রাজপথে সর্বদা তার জ্বালাময়ী স্লোগানে মুখরিত হয়ে উঠে। তিনি স্লোগান মাষ্টার হিসেবে পরিচিত বেশ। সাইফ মাহমুদ জুয়েলসহ সকল রাজবন্ধিদের অবিলম্বে মুক্তি চায় তারা।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট সোমবার রাত সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমিকেও নিয়ে গেছে তারা।