ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোলা শিশু একাডেমিতে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন, ভোলা |
মার্চ ২৪, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ । ৬৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ.সি.ডি.অর্জুন, ভোলা |

“আজকের শিশুরাই আগামীদিনে দেশ পরিচালনা করবে। তাই শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও চিত্রাংকণ সহ সকল বিনোদনমুলক ও সৃজনশীল কাজে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে হবে”। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বাস্তব সম্মত কথাটির প্রতিফলন ঘটিয়ে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ শিশু একাডেমি ভোলা জেলা কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো শিশুদের চিত্রাংকণ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা। সকাল সারে ৯ টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভোলার বিভিন্ন স্কুলের বিভিন্ন শ্রেনী ও বয়সের প্রায় শতাধিক শিশুকিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতা স্থল ঘুরে দেখা যায় ভোলা শিশু একডেমির বড় দুটি প্রশিক্ষণ কক্ষে শান্ত পরিবেশে চলছে চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিশুদের সাথে আগত অভিভাবকদের বাহিরে বসিয়ে রেথে পরিস্থিতি ঠিক রাখার কাজ করছেন। এ সময় উপস্থিত ভোলা শিশু একাডেমির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আক্তার হোসেন বলেন, “শিশুরা যেনো নিরিবিলি ও সুন্দর পরিবেশে প্রতিযোগিতা করতে পারে সেই ব্যবস্থা করতে সর্বাত্বক ব্যবস্থা করেছি। তিনি বলেন, ভোলার জেলা প্রশাসক ও শিশু একাডেমির সম্মানিত সভাপতি মোঃ তৌফিক-ই লাহী চৌধুরী মহোদয়ের সার্বিক সহযোগিতা ও নির্দেশক্রমে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে আজকের প্রতিযোগিতা চলছে এবং এদের মধ্যে থেকেই যোগ্যতা অনুযায়ী প্রতিটি গ্রুপে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে ২৬ মার্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে পুরুস্কার গ্রহণ করবে”। এ সময় অন্যান্যের মধ্যে ভোলা শিল্পকলা একাডেমির শিল্পী পলাশ জাফরী,জেলা প্রশাসনের পক্ষে গৌতম কুমার সিংহ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।