স্টাফ রিপোর্টার ।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকালে নড়িয়া উপজেলার ঘড়িশার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ঘড়িশার ইউনিয়নের মধুপুর গ্রামের হাসেম শেখের ছেলে শাহিন শেখ (৩৫), ৫নং ওয়ার্ডের ডিঙ্গা মানিক গ্রামের এলাহী বক্সের ছেলে সিরাজ ওঝা (৪০) ও একই গ্রামের আবুল বাসার মাঝির ছেলে শাহীন মাঝি (৪০)।
স্থানীয়রা জানান, ঘড়িশার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামের সাজু মেম্বারের পুকুরে রোববার বিকাল ৪টার দিকে সময় মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়।