মনিরুল ইসলাম, ভোলা প্রতিনিধি :-
সরকার ঘোষিত ২২দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা রয়েছে। মা ইলিশ সংরক্ষণে ভোলা জেলা মৎস অধিদপ্তরের সহযোগিতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর ভোলা জেলার সদস্যরা ভোলা সদর তুলাতুলি বাজার সহ কাঠির মাথা, মেঘনা নদীর বিভিন্ন জায়গায় জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ এবং মাইকিং ও প্রচার প্রচারণা অভিযান করেন।
পাশাপাশি বিভিন্ন জেলে গোষ্টিদের মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মূলক লিফলেট ও বক্তব্য রাখেন। ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মনিরুল ইসলাম জেলেদের উদ্দ্যেশে বলেন,” ইলিশ আমাদের জাতীয় সম্পদ।এ সম্পদ রক্ষা করার দ্বায়িত্ব আমার আপনার সবার। একটি প্রজননক্ষম ইলিশ এক প্রজনন মৌসুমে ২২ লক্ষ প্রর্যন্ত ডিম দিয়ে থাকে।

এই আইন অমান্য কারিদের মৎস সুরক্ষা আইন ১৯৫০ অনযায়ী নিশেধাজ্ঞা অমান্যকারীদের এক হতে দুই বছর সশ্রম কারাদন্ড অথবা পাচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ড দন্ডিত হবে।”
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সহ-সভাপতি ঐশি দত্ত, মানব সম্পদ কর্মকর্তা আল-জুবায়ের, পাবলিক রিলেশন অফিসার মোঃ শাহিন, রায়হান, হাবিব, ইমন প্রমুখ ।