মোহাম্মদ ফজলে রাব্বি,মিজার্গঞ্জ(পটুয়াখালী)
স্থান ‘১নং মাধবখালি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে সন্দা ৫.৩০ মিনিটে ২৫/১১/২০২১রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
“প্রধান অতিথি. শ্রী দেবোন্দ্রনাথ শৈলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক. বিশেষ অথিতি আরিফুজ্জামান রনি আহবায়ক পটুয়াখালী জেলা যুবলীগ। বিশেষ অথিতি মিজাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দিন জুয়েল বেপারী’ ১নং মাধবখালী ইউনিয়ান আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ হালিম মোল্লা। আরো উপস্তিত ছিল ১নং মাধবখালী ইউনিয়ন ছাত্র লীগের সংগ্রামী সভাপতি মোঃকামাল হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আহমেদ সানী।আরো আওয়ামীলীগ যুব লীগ ছাত্রলীগ এর নেত্রিবৃন্দ উপস্থিত ছিল। পটুয়াখালী জেলা যুবলীগের সম্মানিত আরিফুজ্জামান রনি দুঃখ প্রকাশ করে বলেন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করে , মোঃ মিজানুর রহমান (লাবলু) কাজী নৌকা প্রার্থী সমথর্কদের উপরে স্বতন্ত্র প্রার্থী মোঃমনিরুল ইসলাম ক্যডার বাহিনি হামলা করে। পটুয়াখালী ও মিজার্গঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষথেকে তিব্র নিন্দা জানান, এদের দিসতান্ত মূলক শাস্তি ও আইনের আওতায় এনে বিচার করার জন্য আহবান জানান। প্রধান অতিথি বলেন নৌকা প্রতীক প্রধান মন্ত্রী জনো নেত্রী শেখ হাসিনা দিয়েছেন। ২৮ তাং নৌকা প্রত্রিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। হাজার হাজার নৌকা সমর্থক কাঠালতলি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে উপস্থিত হন। ইনশাআল্লাহ নৌকা প্রার্থীকে আমরা জয় যুক্ত করব।