ঢাকামঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে একশ ৬০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর ও পিরহানা মাছ জব্দ

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ১২, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ । ৪০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি :-

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে একশ ৬০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর ও পিরহানা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

আজ মঙ্গলবার (১২ অক্টোবার) দুপুরে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিসার খায়রুল ইসলাম জানান, সদর বাজারে নিষিদ্ধ আফ্রিকান মাগুর ও পিরহানা মাছ বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের রহমান রাশেদের নিতৃত্বে অভিযান চালানো হয়। এসময় এক’শ ৬০ কেজি আফ্রিকান মাগুর ও পিরহানা মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ সাতটি এতিমখানায় বিতরণ করা হয়

এ অভিযান চলাকালে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোশারফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা দেবদুলাল সাহা উপস্থিত ছিলেন।