ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

Admin
আগস্ট ১১, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ । ৬১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি :- গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে এক ডাকাতসহ বিভিন্ন মামলায় ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১১ আগষ্ট) দুপুর থেকে মঙ্গবার রাত পর্যন্ত অভিডান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ইনেসপেক্টর (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের হারেজ খানের ছেলে ডাকাতি মামলার আসামী শামীম খানকে (৩০), জলিরপার এলাকায় অভিযান চালিয়ে আচারপাড়া গ্রামের মনোজ বিশ্বাসের ছেলে মাদকসহ হীরামন বিশ্বাসকে এবং বাটিকামারির বাহাড়া থেকে আলী মিয়ার ছেলে আফসারকে (৩০) গ্রেফতার করা হয়।

অপরদিকে পৌরসভার টেংরাখোলা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ জুয়াড়ি মাসুম (২০), রাজু মোল্যা ২৭), মাহমুদ মোল্যা (২৪), ওলিদ মোল্যা (২৪), সাইমন শরীফ (২৫), রবিউল শেখ ( ৪০), আকরাম শেখ (৪০) কে গ্রেফতার করে পুলিশ।