ঢাকাশুক্রবার , ১৫ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে প্রধানমন্ত্রীর শারদ উপহার বিতরণ

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ১৫, ২০২১ ১২:১৯ পূর্বাহ্ণ । ৪১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি :-

গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয়া দূর্গাপূঁজা উপলক্ষে ২৭টি মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুকসুদপুরের সহযোগিতায় এ উপহার বিতরণ করা হয়।

মুকসুদপুর উপজেলা সদর মন্দির প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ উপহার নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ইলিয়াছুর রহমান।

মুকসুদপুরে প্রধানমন্ত্রীর শারদ উপহার বিতরণ

ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি অধ্যাপক ড. অসিম সরকারের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুকসুদপুর উপজেলা কমিটির সভাপতি শ্যামল কান্তি বোস উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক শান্তি শৃংখলা বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের আহবান জানান।