ঢাকারবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ । ৫০৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি :-

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাশেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য নার্গিস রহমান।

এসময় মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা ফরেষ্ট অফিসার দ্বীন মুহাম্মদ, দাশেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে ফলজ, বনজ, ঔষধী এবং শোভাবর্ধণ গাছের চারা বিতরণ করা হয়।