ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে আথী-আদিব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ । ৭৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ,,

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে আজ শুক্রবার বিকেলে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল,মাদক ছেরে মাঠে চল স্লোগানে আথী- আদিব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।যুবলীগ নেতা শেখ শরিফের উদ্যোগে উক্ত খেলার উদ্ভোধক ছিলেন, টংঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃরাজিব খান। সমাজসেবক মাহফুজুর রহমান সুজনের সঞ্চালনায় এবং আড়িয়ল ইউপি চেয়ারম্যান আঃকাদির হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য আতিকুর রহমান শিল্পী, বিশেষ অতিথি ছিলেন, টংঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হালদার, টংঙ্গীবড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি,শিল্পপতি ও সমাজ সেবক গৌতম চন্দ্র মৃধা,ইটাব পরিচালক ও সমাজ সেবক মঞ্জু শেখ ফারুক।খেলায় সার্বিক সহযোগিতা করেন আব্দুল আলি নান্টু মাদবর,মোঃস্বপন মাদবর,সাহাবুদ্দিন মাদবর, আলমগীর হাওলাদার, আলমগীর কবির একদিল, দিদার হাওলাদার,পরশ রুমি, মোঃমাসুম হোসাইন,অনিক শেখ।অন্যন্যদের মধ্যে টংঙ্গীবাড় উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল,বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন শেখ, ছাত্রলীগ নেতা সালমান মোল্লা,আড়িয়ল ইউপি সদস্য মোঃজামাল শেখ,আউটশাহী ইউপি সদস্য মোঃআরিফুল ইসলাম কাজল,সমাজসেবক শাহী শহীদ,মোঃরাজিব শেখ, মোঃআবু সাঈদ তালুকদার, আতিক হালদারসহ এলাকার অন্যান্য গন্যামান্য ব্যক্তিরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।উক্ত ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় ফারুক পশ্চিম আড়িয়ল একাদশ এবং রানারআপ হয় আরিফ নাগেরপাড় ইয়াং স্টার টিম।কমিটি সূত্রে জানা যায়,টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহন করে।খেলা শেষে বিজয়ি দলকে ৪২”এলইডি স্মার্ট টিভি এবং রানারআপ টিমকে ৩২”এলইডি স্মার্ট টিভি উপহার প্রদান করে সকলকে খেলাধুলায় আগ্রহ হওয়ার পরমর্শ দিয়ে টুর্ণামেন্টের আয়োজন সমাপ্তি ঘোষণা করা হয়।