মোঃসুমন হোসেন, মুন্সীগঞ্জ |
মুন্সীগঞ্জে বিএনপির পদযাত্রা ও সমাবেশ হয়েছে।শহরের উপকন্ঠ মুক্তারপুরে এই পদযাত্রা বের করে জেলা বিএনপি।শনিবার বেলা ১১ টার দিকে গোসাইবাগ গ্রাম থেকে পদযাত্রা বের করে। পরে মুক্তারপুর সড়ক প্রদক্ষিন করে পুরাতন ফেরীঘাটে গিয়ে শেষ হয়।
এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন,জেলা বিএনপি সদস্য আতোয়ার হোসেন বাবুল,জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি শাহজাহান খান, আব্দুস কুদ্দুস ধীরেন,সদর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ,সদস্য সচিব মো: মনির হোসেন,শহর বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র একে ইরাদত মানু, বিএনপি নেতা ভিপি শাহীন মিয়া,সদস্য সচিব মাহবুব- উল-আলম স্বপন,জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান,সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ।