ঢাকামঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে দৈনিক নবচেতনা পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Rahim
নভেম্বর ৩০, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ । ৬১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরে দৈনিক নবচেতনা পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার দিকে পর্যটন মোটেলের বিপরীতে স্নেহা নার্সিং কলেজ এর কনফারেন্স রুমে এ প্রোগাম অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদক ও দেনিক নবচেতনা পত্রিকার রংপুর ব্যুরো প্রধান শরিফা বেগম শিউলীর সভাপতিত্বে ও রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সরকারের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সমান ভূমিকা পালন করতে হবে। দেশের সকল উন্নয়ন অবকাঠামো তুলে ধরতে হবে। সেই সাথে দৈনিক নবচেতনা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির এগিয়ে নিতে পারে এ প্রত্যাশা করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলার চোখ’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী বলেন, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমকর্মীরাই অজানা তথ্য সমাজের সামনে তুলে ধরে তারপরেই আমরা খবর জানতে পারি।

দৈনিক নবচেতনা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই আমাদের কাম্য। স্নেহা নার্সিং কলেজ ও স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম বলেন, সংবাদ কর্মীরাই আমাদের প্রতিদিন অজানা তথ্য সংবাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। আমি চাই দৈনিক নবচেতনা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সামনের দিকে এগিয়ে যাবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, দৈনিক মতপ্রকাশ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান হামিম আবদুল্লাহ, রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক রণজিৎ দাস, দপ্তর সম্পাদক সুমন ইসলাম, অর্থ সম্পাদক মেহেবুব পারভেজ সুমন, সদস্য রবিন চৌধুরী রাসেল, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার জাকির হোসাইন, জেলা প্রতিনিধি এম কে লিমা, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আল- আমিন হোসেন, দৈনিক প্রথম খবর পত্রিকার স্টাফ রিপোর্টার শহিদুল আলম, দৈনিক তিস্তা সংবাদ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মোস্তফা মিয়া প্রমুখ।