ঢাকামঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বদরগঞ্জ সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রিয়াজুল হক সাগর, রংপুর |
নভেম্বর ৮, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ । ৫৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিয়াজুল হক সাগর, রংপুর |

রংপুরে বদরগঞ্জে অ্যাম্বুলেন্স ও চার্জার ভ্যানে সংঘর্ষ হয়ে রফিকুল ইসলাম(৫৫) ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বদরগঞ্জ পার্বতীপুর রোড মহাসড়কের খোলাহাটীর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় মৃত রফিকুল ইসলামের বাড়ী শ্যামপুর পুটিমারীর পিতা-মৃত কদর আলী ছেলে।
ঘটনাস্থল থেকে জানা যায়, রফিকুল ইসলাম (৫৫) তার চার্জার ভ্যান নিয়ে হাসিনানগর হতে টেকসেরহাট হয়ে বদরগঞ্জ আসার সময় খোলাহাটীর মোড় নামক স্থানে রংপুর থেকে পার্বতীপুর গামী একটি খালি অ্যামব্যুলেন্সের সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক রফিকুলের দুই পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন ভ্যান চালক রফিকুলকে দ্রুত উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। দুপুরে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালকের রফিকুলের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে খোলাহাটি মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি হয় স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্স ও চালককে আটক করে রাখে। পরবর্তীতে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান, সকাল দশটায় খোলাহাটির মোড়ে সড়ক দুর্ঘটনাটি হয়েছে। অ্যাম্বুলেন্স চালক ও চার্জার ভ্যান থানায় নিয়ে আসা হয়েছে।