রিয়াজুল হক সাগর, রংপুর |
রংপুর জেলার তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, সকাল আটটার দিকে চিকলি এলাকায় কুমিল্লাগামী তৃপ্তি পরিবহনের সাথে দিনাজপুরগামী সুমন পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তৃপ্তি গাড়ির হেলপার আবুল কালাম ও মুসলিম উদ্দিন সহ সুমন গাড়ির চালক নিহত হন। স্থানীয় মানুষের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে তারাগঞ্জ মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছে।
মরদেহ তারাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। কুয়াশার কারণে ব্রেক ফেইল করে এই দুর্ঘটনা হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।