রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে ইউনিয়ন নির্বাচনে রংপুরের কাউনিয়া,তারাগঞ্জ ও সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশপ ভোটগ্রহণ চলছে।রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত টানা চলবে।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিত লক্ষ্য করা গেছে।ভোটগ্রহণ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে অবস্থান নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।এ খবর লেখা পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ চলছে।
কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩১ জন। তারমধ্যে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬জন, জাতীয় পার্টির দুইজনসহ স্বতন্ত্র ১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা পদে৭৭ জন, ও সাধারণ সদস্য পদে ২০০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৬ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩৭ হাজার জন।
এদিকে তারাগঞ্জ উপজেলায় ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৩০জন। যাদের মধ্যে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ, জাতীয় পার্টির এক, জাসদের একজন করেসহ স্বতন্ত্র ১৮ প্রার্থী রয়েছেন।সংরক্ষিত মহিলা আসনে ৭১ জন ও সাধারণ সদস্য পদে ১৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার ১ লাখ ১১হাজার ৮জন।
রংপুর সদর উপজেলার খলেয়া ও মমিনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন, সংরক্ষিত নারী সদস্য ২৪ এবং সাধারণ সদস্য পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফরহাদ হোসপম জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা বিকাল ৪ টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি বেশ ভাল। আশা করি, ভালভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।সুষ্ঠু ও সুন্দর ইউনিয়ন নির্বাচন উপহার দিতে তারা সদা প্রস্তুত, জানান তিনি।
নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।