রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর সিটি কর্পোরেশনের মহাপরিকল্পনা (মাস্টারপ্লান) গেজেট নোটিফিকেশন হালনাগাদ করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনের হল রুমে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব মোঃ রাশেদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রেস ক্লাব রংপুরের সভাপতি মোঃ মাহাবুব রহমান, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, রংপুর চেম্বার প্রতিনিধি পার্থ বোস, পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, সওজ রংপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান, রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার মোঃ আবু সাইম, সাংবাদিক আফতাব হোসেন, গণপূর্ত বিভাগ রংপুরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, এলজিইডি সহকারী প্রকৌশলী মোঃ লাফিউর রহমান, বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তর এর উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মন, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জু,সেকেন্দার আলী, হারুন অর রশিদ, মুনতাসির শামীম লাইকো, নজরুল ইসলাম দেওয়ানী, রবিউল আবেদিন রতন, আমিনুর রহমান, ফেরদৌসী বেগম, প্রশাসনিক নাঈম উল হক ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া।
সভায় পরিকল্পনা উপস্থাপন করেন, রংপুর সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ নজরুল ইসলাম।
মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের মহাপরিকল্পনা (মাস্টারপ্লান) গেজেট নোটিফিকেশনের নিমিত্তে বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে অংশিজনের মতামত বিবেচনায় নিয়ে হালনাগাদ করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।