ঢাকামঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে জমিজমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ০১

Rahim
নভেম্বর ৩০, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ । ৪২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জনপদ, ডেস্ক রিপোর্ট :-

ভোলা সদর উপজেলার রাজাপুরে জমিজমাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় প্রভাবশালী দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দাইয়া কাশেম চৌকিদার ও রহুল আমিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৫০) রাজাপুর ৭নং ওয়ার্ড বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার কাশেম চৌকিদারের বাড়ির কাছে রুহুল আমিন যাওয়ার পরে কাশেম ও তার দুই ছেলে রুহুল আমিনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে রুহুল আমিন গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরন করলে সেখানেই মারা যায় রুহুল আমিন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন রাজাপুরে সংঘর্ষে মৃতের ঘটনা জেনেছি এখনো কোন পক্ষের মামলা দায়ের হয়নি, মামলার বিষয়ে প্রচলিত আইনে ব্যাবস্থা গ্রহন করা হবে।