জাকারিয়া খান বিটন,
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের কানুরাম গ্রামের দিন মজুর আজাদ হোসেন ঘর বাড়ি কিছুদিন আগে আগুনে পুড়ে যায়।অসহায় দিন মজুর আজাদ সর্বস্ব হাড়িয়ে নিঃস্ব হয়ে যায়।নতুন করে ঘর নির্মাণের আর্থিক সামর্থ না থাকায় তার পাশে এসে দাড়ান রাজারহাট সদর ইউনিয়নের মানবিক বন্ধু রহিম বাদশা বনানী থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।সোমবার দুপুরে তার অনুদানের ১বান্ডিল টিন নিয়ে তার ছোট ভাই সাদেক বাদশা দিন মজুর আজাদ হোসেনের বাড়িতে গিয়ে তার হাতে তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন রাজারহাট মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রউফ,সাংবাদিক আনিছুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি প্রমুখ।